রাত ৩ ঘটিকায় যৌথ বাহিনী কর্তৃক মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান ০৬ নম্বর রোডের দোতলা বিল্ডিং এর টিনশেড বাসায় অভিযান চালানো হয়।
অভিযানের পূর্বে জানা যায়, উক্ত বিল্ডিং এর ছাদে টিনশেড রুমে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মাহি গ্রুপের সদস্যরা আগ্নেয় অস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে ছিন্তাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং মাদক সেবন করছে। যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় বিপরীত পাশ থেকে রুমের ভেতরে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়।
এ সময় টহল দলের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ফাঁকা ফায়ার করে তাদেরকে সতর্ক করার চেষ্টা করে কিন্তু সন্ত্রাসীরা না থামায় টহল দল কর্তৃক তাদের লক্ষ্য করে ফায়ার করে এবং ঘটনাস্থলে দুইজন (মিরাজ এবং জুম্মন) নিহত হয়।
ঘটনাস্থলে দুইজন নিহত হলেও পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদেরকে তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়ার কারণে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
উদ্ধারকৃত মালামাল: অভিযান পরিচালনা শেষে সন্ত্রাসীদের কাছ থেকে একটি ম্যাগাজিন সহ চায়না রিভলবার ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল এবং আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহত দুজনের ডেড বডি ময়নাতদন্তের জন্য শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ১× চায়না পিস্তল ১× ম্যাগাজিন ৪× অ্যামিনেশন ১× চাপাতি।
মৃত সন্ত্রাসীদের নাম ঠিকানা ১। জুম্মন (২৭) শশুরঃ রঞ্জন জেলাঃভোলা ২। মিরাজ (৩০) পিতাঃ শাহজাহান জেলাঃ ভোলা