নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট কলেজ সংলগ্ন এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়কে সয়াবিন বোঝাই একটি ট্রাক ব্রিজ থেকে নিচে পড়ে গেলে চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।
শনিবার (১ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে সরিষাবাড়ী ফেরার পথে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়, এতে চালক ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হেলপার গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।