মোঃ নুরুল হক, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে টিকিট সংকট নিয়ে সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে, স্টেশন মাস্টার কবির আহমেদ টিকিট ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করছেন এবং অতিরিক্ত মূল্য আদায় করছেন।
স্থানীয়রা জানান, এর আগে তিনি শমশেরনগর রেলস্টেশনে কর্মরত ছিলেন, সেখানেও অনিয়মের অভিযোগে তাকে ভানুগাছ স্টেশনে বদলি করা হয়। কিন্তু এখানেও একই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন তিনি।
একজন ভুক্তভোগী কামাল হোসেন বলেন, "স্টেশন কাউন্টারে টিকিট চাইলে বলা হয় টিকিট নেই, কিন্তু স্টেশনের বাইরে বের হলেই দালালরা বেশি দামে টিকিট বিক্রি করে।"
এ নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ জনগণ।