মোঃ নুরুল হক মোরশেদ,
মৌলভীবাজারের জুড়ীতে বিশেষ অভিযানে চুরি ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহেল মিয়া (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) রাতে জুড়ী থানাধীন জামকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোহেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গরু চুরির অভিযোগও ওঠে।
চুরির অভিযোগে দায়ের করা জিআর-২৯/১৮ মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া বন আইনের ২৫ (১- ক) ধারায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে আরও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
শুক্রবার (৭ মার্চ) গ্রেফতারকৃত সোহেল মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।