মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে নানা অনিয়ম, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, অবৈধভাবে কমিটি গঠন এবং বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক গত ১৫ বছরে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম করেছেন। অভিযোগ রয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষকদের জন্য বরাদ্দকৃত বইপত্র, উপকরণ এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার জন্য বরাদ্দকৃত ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া, শিক্ষক ও কর্মচারীরা অভিযোগ করেছেন যে, তার প্রধান শিক্ষক থাকাকালীন কেউ কোনো টিউশন ফি পাননি।
অভিযোগ রয়েছে, তিনি আত্মীয়-স্বজন দিয়ে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি অনুমোদন করিয়েছেন এবং শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে এসেছেন। জাল সনদ ও ভুয়া নিবন্ধন ব্যবহার করে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও রয়েছে।
এছাড়া, বিদ্যালয়ের সরকারি ল্যাপটপ, প্রজেক্টর, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে ব্যক্তিগতভাবে ব্যবহার, উপবৃত্তির ভুয়া তালিকা তৈরি করে অর্থ আত্মসাৎ, বই বিতরণের সময় অতিরিক্ত অর্থ নেওয়া, পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি তার মেয়েকে ৩০ লাখ টাকা ব্যয়ে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছেন।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তার অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন, যা বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করছে বলে শিক্ষকদের দাবি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান জানান, অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।