আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে পাঁচ বছরের এক শিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মণ পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং পুকুরপাড়ে নিয়ে নির্যাতনের চেষ্টা করে। শিশুটি দৌড়ে পালিয়ে এসে পরিবারকে জানালে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
আটক সুজন দাস গাইবান্দা জেলার বাসিন্দা এবং পেশায় ভ্রাম্যমাণ জেলে। তিনি মাছ ধরার পাশাপাশি কবিরাজি, তাবিজ ও তান্ত্রিকতার কাজ করেন বলে জানা গেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানান, অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।