প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৮:৩৮ এ.এম
গজারিয়ায় আন্তজেলা গরু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাকিব হোসেন (২৮) ও মো. মোস্তফা (৫৩)।
শনিবার (১৫ মার্চ) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত দুটি মোবাইল, একটি পিকআপ ভ্যান এবং চোরাই গরুর মাংস বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চোর চক্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহাসড়কে গরু চুরি করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মো. সাকিব হোসেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং মো. মোস্তফা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
www.agamisokal.com