রুবেল হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরের মানিকদিপা বিন্নাচাপর গ্রামের মৌসুমী আক্তার শিল্পী (৩০) নামে এক গৃহবধূকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে তার স্বামী। বর্তমানে তিনি বগুড়া শজিমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
১৮ মার্চ, মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোরের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শিল্পী শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মোত্তালেব ওরফে ফেরদৌসের মেয়ে।
শিল্পীর বাবা ফেরদৌস হোসেন জানান, প্রায় পাঁচ বছর আগে তার মেয়ের বিয়ে হয় নাটোরের সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া গ্রামের মৃত পংকু মিয়ার ছেলে আব্দুল হাকিম মিয়া (৪২)-এর সঙ্গে। সংসার জীবনে তাদের কোনো সন্তান হয়নি, তবে দাম্পত্য কলহ তেমন ছিল না।
শিল্পীর বাবা বলেন, "হঠাৎ আজ ভোরে ফোনে জানতে পারি, আমার মেয়েকে জামাই রামদা দিয়ে কুপিয়েছে। পরে জামাইয়ের চাচা তাকে গুরুতর অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে আসে। এখনো সে অজ্ঞান অবস্থায় রয়েছে। আমি এর সঠিক বিচার চাই।"
ভুক্তভোগীর পরিবার বিচার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।