প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৮:৩৫ এ.এম
লালপুরে ক্ষুদ্র ঋণ নিয়ে উদ্যোক্তাদের কর্মশালা

তরিকুল ইসলাম ফাহিম, (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে নতুন উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১২টায় উপজেলার একটি রেস্টুরেন্টে ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনা
কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক রুপেশ বিশ্বাস, মমিনুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার জিয়াউল হক, অ্যাসোসিয়েট অফিসার সালমা বেগমসহ বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ব্যাংক ও এনজিওগুলোর ভূমিকা
কর্মশালায় ব্যাংক ও এনজিও কর্মকর্তারা উদ্যোক্তাদের জন্য প্রস্তাবিত ঋণ সুবিধা ও অন্যান্য আর্থিক পণ্যের বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি, উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
এই কর্মশালার মাধ্যমে উদ্যোক্তারা ঋণ সংক্রান্ত সুযোগ-সুবিধা সম্পর্কে আরও সচেতন হন, যা তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে।
www.agamisokal.com