নীলফামারীর ডিমলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতাভুক্ত শিক্ষক-শিক্ষিকারা পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
রবিবার সকালে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, ডিমলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা ফিল্ড সুপারভাইজার ইয়াদ আলী। আরও বক্তব্য দেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, ডিমলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, রংপুর বিভাগীয় আইসিটি শেখ ফরিদ ও মউশিক ডিমলা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুব আলী।
শিক্ষক-শিক্ষিকাদের উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—
১. নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প পাস করতে হবে।
২. ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।
3. শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে।
4. শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ দিতে হবে।
5. অসুস্থতা, অবসর বা মৃত্যুর ক্ষেত্রে এককালীন অর্থ সহায়তার জন্য শিক্ষক তহবিল গঠন করতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।