প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৭:৫৭ এ.এম
ছাতকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, একজন আইসিইউতে

জুনেদ আহমদ রুনু, (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ছাতক সুরমা ব্রিজের গোলচত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে মোটরসাইকেল, ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হুমায়ুন রশিদ (পিতা: ফারুক মিয়া, গ্রাম: করছখালী) ও শাহিন মিয়া (পিতা: নোয়াব আলী, গ্রাম: করছখালী) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হোসাইন আহমদ (পিতা: সুনুর মিয়া, গ্রাম: নয়া লম্বাহাটি) গুরুতর আহত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
📌 সড়কে এমন দুর্ঘটনা রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
www.agamisokal.com