১৩ সেপ্টেম্বর ২০২৪ইং বিকালে রাজধানী ঢাকার ফার্মগেট মনিপুরী পাড়ায় 'বাংলাদেশ এন্টি-অপ্রেশন ইয়োথ ফোরাম' কর্তৃক আয়োজিত 'আগামী দিনের পথ চলা নিয়ে যুব সমাজের সাথে আলোচনা' শীর্ষক যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস. আলম রাজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পলাশ থানা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী এড. আফজালুল কবির।
সংগঠনের সভাপতি এম. এ. সাফাত আহমেদ দ্বীপ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক- মোঃ শহীদুর রহমান, সহ-সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, ঢাকা মহানগর সাইবার ইউজার দল এর সমন্বয়ক মামুন রানা, মুহিব আল হাসান, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক তন্ময় রহমান, সহ-সমন্বয়ক আমির রহমান, সুজন ও নাফিজ রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্টি-অপ্রেশন ইয়োথ ফোরামের সাধারন সম্পাদক-সাব্বির মাহমুদ আলী, সদস্য সাখাওয়াত আলী গুড্ডু, তানভীর রায়হান করিম, আযওয়াদ আহমেদ রাইয়ান অর্ঘ, সেবাস্তিয়ান রোজারিও, তাহমিদুর রহমান আবির, তৌসিফ, রিমন সহ অন্যান্যরা।
আরো উপস্থিত ছিলেন তেজগাঁও, ফার্মগেট, লালবাগের স্থানীয় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ-অভ্যুত্থান আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।
গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও ১ মিনিটের শোক প্রস্তাব নীরবতা পালনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত আন্দোলনের আহত ছাত্রদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
প্রধান অতিথি এস. আলম রাজীব তার বক্তব্যে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের মধ্য থেকে উপস্থিত ছাত্র-ছাত্রীকে স্যালুট জানান। আয়োজন সংগঠনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতেও উক্ত সংগঠনের যে কোনো কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর প্রধান অতিথিঃ উপস্থিত তরুণ ছাত্র সমাজদের মধ্য থেকে কয়েকজনকে তার বক্তৃতার সময়ে মঞ্চে ডেকে নিয়ে আন্দোলনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও আগামীতে সমাজগড়া ও রাষ্ট্র সংস্কারের চলমান আন্দোলন সম্পর্কে তাদের মতামত দেওয়ার সুযোগ করে দেন, যা উপস্থিত ছাত্র সমাজ আন্তরিকতার সাথে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছাত্র প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্যে জুলাই বিপ্লবে দেশের সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণের পাশাপাশি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতার কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।