বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের হত্যার দিন ক্যাম্পাসে অস্ত্র হাতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা শামীম হাসান ছোটনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাজহাট মেট্রো থানা পুলিশ জানায়, ১৬ জুলাইয়ের ওই রক্তাক্ত ঘটনার পর থেকেই ছোটন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সময় ছোটনের হাতে অস্ত্র দেখা যায়—এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ।
ছাত্রদের দাবি ছিল, এই ঘটনার পেছনে থাকা সকল ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। ছোটনের গ্রেফতারকে শিক্ষার্থীরা ন্যায়বিচারের প্রথম ধাপ হিসেবে দেখছেন। তারা বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।