জুনেদ আহমদ রুনু, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ছাতক সিবিএ সিমেন্ট ফ্যাক্টরির সভাপতি মো. আব্দুল কুদ্দুছ (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সিকান্দর, এসআই সাদেক, এসআই রেজাউল করিম, এসআই রাহিম, পিএসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই তোলা মিয়াসহ পুলিশ বাহিনীর সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. আব্দুল কুদ্দুছ ছাতক পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নোয়ারাই গ্রামের বাসিন্দা এবং মো. হোসেনের পুত্র। তিনি শুধু সিবিএ সিমেন্ট ফ্যাক্টরির সভাপতি নন, একইসাথে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
তার বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং-১৫, তারিখ- ১০/০২/২০২৫ খ্রি: অনুযায়ী মামলা দায়ের রয়েছে।
ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে।