ছাতক প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডেভিলহান্ট নামক বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মনির উদ্দিন (৫৮)। তিনি ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনারপার গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
রবিবার রাতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুল কবিরের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মনির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির উদ্দিন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, সরকারি ভাতা (বয়স্ক, বিধবা) বিতরণে দুর্নীতি, এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়। অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।