🖋️ নিজস্ব প্রতিবেদক, ভোলা ::
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সুইজগেট বাজারে দোকান ঘরে তালা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতির ঘটনায় শাহজাহান চৌকিদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান চৌকিদার ওই এলাকার মৃত সুলতান আহমেদ চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুইজগেট বাজারে পাওনা টাকা আদায়ের জের ধরে প্রতিবেশী সিরাজ, শাহজাহান চৌকিদারের দোকানে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে শাহজাহান তার ছেলে-মেয়েসহ ঘটনাস্থলে গিয়ে তালা খোলার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনার মধ্যে শাহজাহান হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন আহমেদ পারভেজ বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।"