শাজাহানপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত, আটক-০১
বগুড়ার শাজাহানপুরের খরনা ইউনিয়নের কমলাচাপড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদকসেবীর ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে।
শুক্রবার (২৭ই সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলার কলমাচাপর গ্রামে এঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার খরনা কমলাচাপড় গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে।
ইজিবাইক চালককে হত্যার ঘটনায় রেজাউল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওয়াদুদ আলম জানান, ইজিবাইক চালক হত্যার ঘটনায় মাদকসেবী রেজাউল করিম নামে একজনকে আটক করা হয়েছে।নিহত ব্যক্তির মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাহার মৃত্যু দেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :