হুম্মাম কাদের চৌধুরীর হাতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাইবার ইউজার দল কর্তৃক সর্বপ্রথম 'শহীদ' ঘোষনার স্মারক প্রদান
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সাবেক স্থায়ী কমিটির সদস্য, আওয়ামী অবৈধ সরকার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলার প্রহসনের রায়ে জুডিশিয়ালভাবে হত্যা হওয়া শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান, চট্টগ্রামের গণমানুষের নেতা, খুনী হাসিনার আয়নাঘরে দীর্ঘদিন নির্যাতনের শিকার হুম্মাম কাদের চৌধুরীর হাতে তার বাবার 'শহীদ স্মারক' হস্তান্তর করে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল'।
আজ রাজধানীর ধানমন্ডিস্থ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে উপস্থিত হয়ে এই 'শহীদ স্মারক' তুলে দেওয়া হয় হুম্মাম কাদের চৌধুরীর হাতে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপি'র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সম্মিলিত পেশাজীবি পরিষদ-এর অন্যতম নেতা মোঃ শহীদুর রহমান, সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর (উত্তর) এর সমন্বয়ক এম. এ. সাফাত আহমেদ, ঢাকা মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক মামুন রানা, জাকির হোসেন, মাসুম আহমেদ, ফিরোজ আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক মনোয়ার রাজীব, তন্ময় রহমান, নাফিজ রহমান, নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওয়ার্ডের সমন্বয়ক ইমরান হোসেন জুয়েল চৌধুরী, ১৪নং ওয়ার্ড সমন্বয়ক আকাশ খান, ২৩নং ওয়ার্ড সমন্বয়ক রেজোয়ান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘ প্রায় ২ ঘন্টার সাক্ষাত অনেকটা রাজনৈতিক আড্ডায় পরিণত হয় এবং তথ্য প্রযুক্তি, সাইবার, ডিজিটাল গুজব সন্ত্রাসের নানান দিক ও সেগুলা প্রতিরোধে সাইবার ইউজার দলের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় হুম্মাম কাদের চৌধুরী বলেন, আগামীতে তরুণরাই দেশ গড়ার ও রাষ্ট্র সংস্কারে নেতৃত্ব দিবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলকে সার্বিক সহযোগিতা ও সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
zzz