এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি:
ফার্মেসি মালিকদের যৌক্তিক দাবির ভিত্তিতে চার দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মেহেরপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (২২ মে) সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান দাবিগুলোর মধ্যে ছিল—
১. ওষুধ বিক্রির কমিশন বাড়ানো
২. মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপনের ব্যবস্থা
৩. লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ
৪. সকল ওষুধের মূল্য নির্ধারণে সরকারের হস্তক্ষেপ নিশ্চিত করা
মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাকিবুল হাসান রন, মতিউর রহমান, আমিনুল ইসলাম সেন্টু, বাবর আলী, কাজী খয়রুদ্দিন আহমেদ, আসিফ আল মোনায়েম, জালাল উদ্দিন, মোঃ সেলিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বর্তমানে ফার্মেসিগুলোর লাভজনকভাবে পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কমিশন না বাড়লে টিকে থাকা কঠিন হবে। পাশাপাশি, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরতের ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এ সমস্যা সমাধানে ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, “লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ না হলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। একইসাথে সব ওষুধের দাম নির্ধারণে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
মানববন্ধনে বক্তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।