আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের চাপায় মিলন ব্যাপারি (৩০) নামে এক রিকশা চালকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন ব্যাপারি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মিলন ব্যাপারি বোয়ালিয়া এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রংপুর থেকে শেরপুরগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) বাসটি পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। যাত্রীসহ রিকশাচালক ছিটকে মহাসড়কে পড়ে যান।
এসময় রংপুর থেকে রাজশাহীগামী ‘পথের সাথী’ (ঢাকা মেট্রো-ব ১২-০৪১৩) বাসটি ওভারটেক করতে গিয়ে মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত দুই যাত্রী—গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক ও আশরাফুল ইসলাম—কে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিলন ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা।