সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ: ‘বৈষম্যহীন’ এইচএসসি ফলাফলের দাবিতে আটক প্রায় ৫০ জন
এইচএসসি পরীক্ষার ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে আজ বুধবার একদল শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছে। এতে প্রায় ৫০ জনকে আটক করেছে পুলিশ।
বেলা ৩টার দিকে শিক্ষার্থীদের একটি দল সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেয়। এই ভবনেই শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। সেখানে প্রচুরসংখ্যক পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের উপস্থিতি দেখা যায়।
প্রায় ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল, "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই", "উই ওয়ান্ট জাস্টিস", এবং "তুমি কে, আমি কে, ছাত্র-ছাত্রী।" বিকেল ৩টা ৫০ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ফলাফলে বৈষম্য করা হয়েছে। কেউ ভালো ফলাফল পেয়েছে, আবার কেউ খারাপ, অথচ তারা সবারই ভালো লেখা ছিল। শিক্ষার্থীরা দাবি করেন, এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিল করে তাদের পুনর্মূল্যায়ন করতে হবে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।