ইউরোপিয়ান সেনজেনের অন্তর্ভুক্ত প্রজাতন্ত্রিক একটি দেশ হলো মাল্টা ।
সংবাদদাতা: ফাতেমা কান্তা
মাল্টাতে আন্তর্জাতিক স্টুডেন্টের পড়াশোনা জন্য দিচ্ছে নানান ধরনের সুযোগ সুবিধা। রয়েছে প্রচুর পরিমানে স্কলারশিপ এবং স্টুডেন্ট ওয়ার্ক অনুমোদনও।
ঢাকার আয়তনের মত জায়গা নিয়ে ইউরোপের ছোট্ট একটি দেশে হলো এই মাল্টা। ৩১৬ বর্গ কি.মি জুড়ে বেষ্টিত এই দেশের রাজধানী ভাল্লেত্তা। এই দেশটি রয়েছে মাত্র ৪৭৫,৭০০ জন মানুষের বসবাস।
আয়তনে ছোট হলেও মাল্টা বর্তমানে ইউরোপের উন্নত দেশ গুলোর মধ্যে অন্যতম। সবুজ ও মনোরম দ্বীপ পুঞ্জের মধ্যে থাকা দেশটি ভ্রমনার্থীদের প্রথম দশের মধ্যে একটি। কেননা মাল্টা মূলত পর্যটন এলাকা হিসেবেই পরিচিত।
এখানে কর্মসংস্থান অনেক বেশি হওয়ার ফলে একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি খুব সহজেই পার্ট টাইম এবং ফুলটাইম জব করে নিজের যাবতীয় খরচ নিজেই ম্যানেজ করতে পারে।
মাল্টাতে, ব্যাচেলর, মাস্টারস এবং রিসার্চ প্রোগ্রামে পড়াশোনা করার জন্য রয়েছে আকর্ষণীয় সুযোগ সুবিধা। এমনকি একজন স্টুডেন্ট কম জিপিএ ও সিজিপিএ এর সাথে আইইএলটিএস ছাড়াও স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবে, এমনকি ভিসা রেশিও এর জন্য ও উত্তম।
মাল্টা পর্যটন কান্ট্রি হওয়াতে এই দেশে রয়েছে অসংখ্য পরিমাণে রেস্টুরেন্ট। তাই এখানে - ক্লিনার, ওয়েটার, সেফ, টুরিস্ট ম্যানেজমেন্ট কিংবা রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে পার্ট টাইম এবং ফুলটাইম কাজ করার সুযোগ।
তবে আপনি যদি রেস্টুরেন্টের সকল কাজকর্মে পারদর্শী হয়ে থাকেন তাহলে মাল্টা আপনার জন্য সবচেয়ে উত্তম একটি দেশ। কেননা এখানে উন্নতমানের পড়াশোনার পাশাপাশি আপনার ক্যারিয়ার গড়ার অন্যতম একটি গন্তব্য এটাই।
এখানে একজন স্টুডেন্ট একদম নিম্ন থেকে উচ্চ পর্যন্ত সকল কাজের মাসিক বেতন শুরু হয় ৮০০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকা থেকে। এবং সর্বোচ্চ মাসিক বেতন হয় প্রায় ২০০০ ইউরো যা বাংলাদেশি দুই থেকে আড়াইলাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
দেশটিতে থাকা খাওয়ার খরচ ছাড়া একজন স্টুডেন্ট খুব সহজেই ৫০ হাজার থেকে দের লাখ টাকা ইনকাম করতে পারেন। তবে এখন কথা হলো মাল্টা দেশটিতে থাকা খাওয়ার যাবৎ খরচ কত যাবে?
মাল্টার শহরের এরিয়ার দিকে ব্যাচেলর'রা থাকতে পারবেন মাত্র ২০০ ইউরো খরচ করেই। এবং একটু গ্রামের দিকে গেলে সেক্ষেত্রে খরচ হবে ১৬০-১৮০ ইউরো এর মত। এবং এখানে তিন বেলা খাবরে আপনার খরচ হবে মাত্র ৫০-৭০ ইউরো। যা সমগ্র ইউরোপীয়ান দেশ গুলোর থেকে সবচেয়ে কম খরচ।
তাই গুনেও মানে, আয় - ব্যয়ের দিক এবং একটি প্রাকৃতিক পরিবেশে উন্নতমানের পড়াশোনার জন্য মাল্টা হতে পারে আপনার চাহিদার গন্তব্যের মধ্যে একটি।