কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার সরসকাটি বাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার (১৭ জুন) বিকেলে সংঘটিত সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেশবপুর উপজেলা যুবদলের নেতা মনিরুল ইসলাম গুরুতর অবস্থায় খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বরনডালি গ্রামের লিটন, সবুজ, রুবেল, সালাউদ্দিনসহ ৫-৬ জন যুবক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাজারে অতর্কিত হামলা চালায়। তারা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মনিরুল ইসলামের মাথায় আঘাত করে। আহত অবস্থায় তাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক হওয়ায় খুলনায় স্থানান্তর করা হয়।
এই ঘটনায় আরও আহত হয়েছেন কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান। ঘটনার সময় বাজারের লোকজন ধাওয়া করে দুই হামলাকারী—সবুজ ও লিটন—কে একটি দোকানে আটকে রাখে। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পরপরই আমরা দুজনকে আটক করেছি। আহতদের চিকিৎসা চলছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর সরসকাটি বাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এবং বাজারে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।