ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। রাজধানী তেহরানের আশেপাশের আকাশসীমায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একাধিক ভিডিও ফুটেজ শেয়ার করে জানায়, ইরানের এন্টি ব্যালেস্টিক মিসাইলগুলো আকাশে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত হানে, ফলে তেহরানের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তেহরান ও এর আশেপাশে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের বিশেষ লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এই বিস্ফোরণগুলোর কারণ তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়া।
ইসরায়েল দাবি করেছে, গত ১ অক্টোবর ইরান থেকে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল, যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হচ্ছে।