কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না নিয়েই ভুয়া কোর্সের বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেশবপুর শহরের মাইকেল মোড়ে অবস্থিত পিটিএফ নামক প্রতিষ্ঠানটির সামনে বিভিন্ন ভুয়া কোর্সের ভর্তি সংক্রান্ত সাইনবোর্ড লাগানো ছিল। এসব কোর্সের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় আদালতে উপস্থিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, প্রতিষ্ঠানটির শুধু পল্লী চিকিৎসা কোর্সের অনুমোদন রয়েছে। কিন্তু তারা বিভিন্ন অনুমোদনহীন কোর্সের ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছিল। তাই প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।