বেরোবি প্রতিনিধি:
আবু সাঈদ হত্যা মামলায় দাখিলকৃত তদন্ত প্রতিবেদন ও চার্জশিট প্রত্যাখ্যান করে সুষ্ঠু বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১:৩০ থেকে আড়াইটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি চলে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “চার্জশিটটি একটি প্রহসনমূলক দলিল। তদন্ত কর্মকর্তারা রংপুরে এসে সাক্ষীদের সঙ্গে বসেননি, কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেননি, বরং মনগড়া তদন্ত করে চার্জশিট দিয়েছেন।”
তারা সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মন্তব্যের কড়া সমালোচনা করেন এবং পুনরায় তদন্তের দাবি জানান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমন আহমেদ বলেন,
“তদন্তকারী দল চার্জশিট দেওয়ার আগে রংপুরে এসে আমাদের বক্তব্য নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এটি একটি সাজানো চার্জশিট যা আমরা প্রত্যাখ্যান করছি।”
এ সময় শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন,
“তারা বলছে হামলা ক্যাম্পাসের ভেতর থেকে হয়েছে—এটা মিথ্যাচার। চার্জশিট দিয়ে তারা বিচারহীনতার সংস্কৃতিকেই আরও পুষ্ট করছে।”
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন,
“এটি একটি আইনগত বিষয়। তদন্ত রিপোর্ট কারা তৈরি করেছে তা নিয়ে আমরা কিছু বলতে পারি না। তবে অভিযোগ থাকলে শিক্ষার্থীদের উচিত প্রমাণসহ তা পেশ করা।”
উল্লেখ্য, এ মামলায় বর্তমানে চার আসামি কারাগারে আছেন। তারা হলেন:
বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন
কনস্টেবল সুজন চন্দ্র রায়
ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে, এবং তারা ঘোষণা দিয়েছেন, চার্জশিট বাতিল ও পুনঃতদন্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।