মোঃ রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশীদের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) বিকেলে সদর উপজেলার চরবাগডাঙায় বিগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনুর রশীদ।
অনুষ্ঠানের মঞ্চে হারুনুর রশীদের বাম পাশে বসে চা পান করতে দেখা যায় চরবাগডাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একাধিক মামলার আসামি ওমর আলী এবং সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম ও কৃষক লীগ নেতা এনামুল হককে। বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিএনপি নেতা হারুনুর রশীদ ফোন রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো উত্তর দেননি তিনি।
নাম প্রকাশ না করার শর্তে চরবাগডাঙার এক বিএনপি কর্মী বলেন, “হারুনুর রশীদ একজন কেন্দ্রীয় নেতা। তিনি এলাকায় এলে আমাদের খোঁজ খবর নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আমাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাদের নিয়ে হাসিমুখে আড্ডা দিয়েছেন। স্থানীয় বিএনপির নেতাদেরকেও মঞ্চে জায়গা দেওয়া হয়নি।”
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বলেন, “হারুন সাহেব আওয়ামী লীগ নেতাদের মঞ্চে বসিয়ে প্রোগ্রাম করছেন, এটা তার রাজনৈতিক দেউলিয়াপনা। তিনি আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করছেন। আমরা এসব কার্যক্রম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করবো।”
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, “হারুন সাহেব ধরে নিয়েছেন, তিনি আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। তাই আওয়ামী লীগের নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলছেন। শুধু আজ নয়, বিভিন্ন সভা-সমাবেশেও তাকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের সাথে দেখা যায়। বিষয়টি লিখিতভাবে কেন্দ্রে জানানো হবে।”
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ বলেন, “ওমর আলী ও নুরুল ইসলাম জামিনে আছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তারপরও তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।