তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের তামাতু টিলার উত্তর পাশে ফসলি জমিতে নিষিদ্ধ ভেসাল জাল ও সূক্ষ্ম নেট ব্যবহার করে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চিহ্নিত ব্যক্তিদের এই কর্মকাণ্ড চললেও প্রশাসনের কোনো ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগের বিস্তারিত:
স্থানীয়দের দাবি, মেথাইসে তালুকদার নামের এক ব্যক্তির পুত্র নিয়মিত অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরছে। এ জাল এতটাই সূক্ষ্ম যে শুধু বড় মাছ নয়, পোনা, ব্যাঙ, শামুক, কাঁকড়া পর্যন্ত নিধন হচ্ছে। এর ফলে কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে।
সচেতন মহলের বক্তব্য:
সচেতন মহল বলছে, “এটা নিছক মাছ ধরা নয়; এটি প্রকৃতি, কৃষি ও পরিবেশের বিরুদ্ধে প্রকাশ্য অপরাধ। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।”
অভিযুক্তের অবস্থান:
অভিযুক্ত অংচেতন তালুকদারের ০১৮৬৫৬৪০০৪৩ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রশাসনের প্রতি দাবি:
এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।