জেলা প্রতিনিধি, রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা,
রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামে পূর্ব বিরোধের জেরে আমজাদ খান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে।
গত ২৩ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আমজাদ খানকে একদল সন্ত্রাসী কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান আমজাদ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ভিকটিমের মৃত্যু হওয়ায় ৩০২ ধারার আবেদন আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল মন্ডল নামে একজনকে গ্রেফতার করেছে।