বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে ১৭ বিলিয়ন ডলার লুটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি দাবি করেন, এসব লুটে একটি গোয়েন্দা সংস্থাও সহায়তা করেছে। ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আলোচনায় আসে।
সোমবার (২৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিংয়ে বলেন, "এই অভিযোগের সত্যতা বা এর প্রভাব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।"
এদিকে ব্রিফিংয়ে আরও এক প্রশ্নে জানতে চাওয়া হয়, বাংলাদেশে সম্প্রতি ২৫২ জন প্রশিক্ষণরত সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে অভিযোগ রয়েছে হিন্দু কর্মকর্তাদের বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে মিলার বলেন, "ধর্মীয় বৈষম্যের বিষয়ে আমরা বরাবরই বিরোধিতা করি। তবে এ বিষয়ে আমি প্রতিবেদনটি দেখিনি।"
প্রসঙ্গত, গত ৫ আগস্টে গণআন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা, এবং এরপর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন।