গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকসিরুন নুর রিসনকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত এক নোটিশে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩য় বর্ষ ১ম সেমিস্টারের FE3105 কোর্স পরীক্ষায় রোল নং 21FAE034 এর ওই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে।
ইনভিজিলেটরের প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়মাবলী এবং অপরাধ সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তাকে উক্ত পরীক্ষায় সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে জানানো হয়, তিনি চলতি শিক্ষাবর্ষের বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন না।
উল্লেখ্য, পরীক্ষার সময় ওই শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার করে দেখে দেখে উত্তরপত্রে লিখতে থাকলে ইনভিজিলেটর তাকে হাতেনাতে আটক করেন।