আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি ::
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্ত্রীকে তালাক দেওয়ার পর ক্ষোভ ও আক্ষেপ থেকে স্থানীয় লিটন ফারাজি (৪৫) জনসম্মুখে ৪০ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক লিটন ফারাজি বিয়ে করেন প্রতিবেশী তরুণী লাভলী বেগমকে। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব ও কলহ চলছিল। এর জের ধরে তিন মাস আগে স্ত্রী একতরফাভাবে তালাক দেন লিটন ফারাজিকে।
স্ত্রীকে ফেরানোর জন্য দীর্ঘ তিন মাস চেষ্টা চালালেও ব্যর্থ হন লিটন। অবশেষে সোমবার দুপুরে পলাশবাড়ী উপজেলার বরকতপুর গ্রামের নিজ বাড়িতে ক্ষোভ প্রকাশ করে তালাক নিশ্চিত করেন এবং পরে এলাকার শতাধিক মানুষের সামনে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন।
ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এ প্রসঙ্গে লিটন ফারাজি জানান, অতীতের অসহনীয় কষ্ট ও জ্বালা ভুলে গিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্যই তিনি এই প্রতীকী কর্মসূচি নিয়েছেন। “নিজেকে পবিত্র করার উদ্দেশ্যেই দুধ দিয়ে গোসল করেছি,” বলেন তিনি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটিও দেখেছেন।