সিয়াম তালুকদার মাহিদ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ কর্মীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে ওই মিছিল বের করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের আটকে পুলিশে সোপর্দ করে।
ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে কর্মীরা “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন।
এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন যে, দাউদকান্দির জিংলাতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ “জঙ্গি মিছিল” করেছে। তিনি জানিয়ে দেন, এর প্রতিবাদে দাউদকান্দি ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো মিছিল করবে।
অন্যদিকে দাউদকান্দি পৌর সদরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রতিবাদ মিছিল করেছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। মামলার স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। বাকিদের ধরতে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”