মোঃ সুমন হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের সময় মাটি খুঁড়তে গিয়ে স্থানীয়রা শত বছরের পুরনো রুপাসদৃশ ধাতব মুদ্রা উদ্ধার করেছেন। উদ্ধারকৃত মুদ্রাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় শহিদুল ইসলাম একটি মাটির পাত্র খুঁজে পান। ভেতরে ২২ কেজি ওজনের এক হাজার ৮৭৬টি ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা পাওয়া যায়। প্রতিটি মুদ্রার গায়ে খোদাই করা রয়েছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম।
শহিদুল ইসলাম বলেন, “মুদ্রাগুলো প্রথমে স্থানীয় সোনার দোকানিদের দেখিয়েছি। তারা এটাকে রূপা বলছেন। তারপরও প্রশাসনকে জানানো হয়েছে। তারা পরীক্ষার পর সঠিক মূল্য নির্ধারণ করবেন।”
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র জানান, “উদ্ধারকৃত মুদ্রাগুলো খুবই মূল্যবান ও প্রাচীন ঐতিহ্যের অংশ। পরীক্ষার জন্য পুলিশ সহযোগিতায় স্থানীয় সোনার দোকানে পাঠানো হয়েছে। এর পরবর্তী সিদ্ধান্ত জেলা প্রশাসক নেবেন।”