মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
সমাজসেবক ও শিক্ষানুরাগী, শিল্পপতি আলহাজ্ব শওকত হাসান মিঞা জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়নের জন্য সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার দুপুরে জামালপুর টুইন টাওয়ারে নিজ বাসভবনে তিনি অনিয়ম ও দুর্নীতি মুক্ত সমাজ গঠন, চাঁদাবাজমুক্ত পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, নদী ভাঙন রোধ এবং ইসলামপুর উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
শওকত হাসান মিঞা বলেন, “আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি ইসলামপুরবাসীর ভাগ্য পরিবর্তন করতে চাই, দারিদ্র্যমুক্ত জীবন গড়তে চাই এবং নদী ভাঙন কবলিত area's অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। এলাকার জনগণের কাজ থেকে আমার কোন কিছু চাওয়ার নেই। ইসলামপুরবাসী আমাকে সুযোগ দিলে সমাজ উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাব ইনশাল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন, বঙ্গলীগ একটি আর্থ-সামাজিক উন্নয়ন সংগঠন, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগীও নয়। এছাড়া দীর্ঘদিন ধরে সবুজবাগ থানা বিএনপির সদস্য পদে দায়িত্ব পালন করার কথা জানান এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দলের ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজালাল, যুবনেতা মাসুদ, হেলাল উদ্দিনসহ আরও অনেকে।