সুনামগঞ্জ প্রতিনিধি: মোঃ মোশাররফ হোসেন
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া সাহিত্যিক পাড়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে স্থানীয় সচেতন যুবসমাজ।
সোমবার (৬ অক্টোবর) রাত ৯টায় অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সভায় গঠন করা হয় ২১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি।
সভায় সভাপতিত্ব করেন হাজী আছলম আলী, এবং সঞ্চালনা করেন মাহমুদ আলী।
সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—এলাকায় কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন—
আসক আলী, মুক্তার আলী, কমর উদ্দিন, কদ্দুস মিয়া, হাজী রুহুল আমিন, হাজী হেলাল উদ্দিন,
কামাল উদ্দিন (সাধারণ সম্পাদক, ব্যবসায়ী কমিটি),
শামিম আহমদ (সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী সমিতি)
এবং শুয়েব আহমদ (কোষাধ্যক্ষ, ব্যবসায়ী সমিতি)।
বক্তারা বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন মাদকসেবী বা কারবারির কারণে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। তরুণ সমাজকে এই অভিশাপ থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, “তরুণদের খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে—তবেই গড়ে উঠবে মাদকমুক্ত প্রজন্ম।”
সভা শেষে আনুষ্ঠানিকভাবে জাউয়া সাহিত্যিক পাড়াকে ‘মাদকমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়।
একই সঙ্গে জানানো হয়—মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য এলাকাবাসীর মাঝে নিয়মিত প্রচার, সভা ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে।