ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গুরুতর অসুস্থতা, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। ৮৫ বছর বয়সী খামেনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। তবে সাম্প্রতিক অসুস্থতার কারণে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে।
ইরানে ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন খামেনি। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি এই দায়িত্বে আসেন এবং এরপর থেকে দেশটি দৃঢ়ভাবে পরিচালনা করে আসছেন। তবে তার এই গুরুতর অসুস্থতার খবরে পরবর্তী সম্ভাব্য নেতা হিসেবে তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনির নাম উঠে এসেছে।
এদিকে, সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কার প্রেক্ষিতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর নিরাপদ আশ্রয়ে খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের অভ্যন্তরীণ সূত্র। রয়টার্সের তথ্যমতে, দেশের ভেতরে একটি গোপন নিরাপদ স্থানে খামেনিকে সরিয়ে রাখা হয়েছে, যার ফলে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আরও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।