রিপোর্ট: সিয়াম তালুকদার মাহিদ
কুমিল্লা জেলার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলায় আল-আমিন (২৬) নামে এক যুবককে নৃশংসভাবে খুন করেছে স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী ডালিম। নিহত আল-আমিন পূর্ব হাউদ্দি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে পশ্চিম হাউদ্দি গ্রামের মাদক ব্যবসায়ী ডালিম, নির্মাণাধীন মসজিদের কাজে ব্যস্ত থাকা আল-আমিনকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।
ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই ঘণ্টা পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে গৌরীপুর সরকারি হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীরা বলেন, “আল-আমিন একজন শান্ত-শিষ্ট পরিশ্রমী মানুষ ছিলেন। মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে হত্যা করা হয়েছে।”
এলাকাবাসী আরও জানান, ডালিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, “আল-আমিন হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারী ডালিমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে আর কোনো নিরপরাধ মানুষ এমনভাবে প্রাণ না হারায়।