রিপোর্ট: এইচ বি সুমন আলী
বরগুনা জেলার তালতলী উপজেলার লালুপাড়া গ্রামের আবু কালাম ২০০৪ সাল থেকে মারাত্মক হৃদরোগে ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না করালে তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
কষ্টভরা কণ্ঠে আবু কালাম বলেন,
“বাবা নাই, মা মানুষের কাছে চেয়ে খায়। এখন চিকিৎসার টাকাও জোটে না, আমার প্রাণটা ভিক্ষা দেন।”
তার স্ত্রী জানান, “আমি নিজেও প্রতিবন্ধী, তবু সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। এখন আমিও কিছু করতে পারছি না, ওর চিকিৎসার খরচ জোগাড়ের কোনো উপায় নেই।”
স্থানীয় মেম্বার রাজু আহমেদ রিয়াজ বলেন,
“আমরা যা পারছি সাহায্য করছি, কিন্তু তার বড় চিকিৎসার জন্য আরও অনেক অর্থ প্রয়োজন। সমাজের হৃদয়বান মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।”
এছাড়াও প্রতিবেশীরা আহ্বান জানিয়েছেন,
“আবু কালামকে বাঁচাতে সবাই মিলে পাশে দাঁড়ান।”
সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন: 📞 ০১৩২৩০১৮২২০