চট্টগ্রাম টেস্টে রান উৎসব, দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫৭৭
চট্টগ্রাম, অক্টোবর ২৮: চট্টগ্রামে চলমান টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে রান উৎসবে মেতেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৭ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে তারা বাংলাদেশকে চাপের মুখে ফেলে দিয়েছে। ওয়েন মুল্ডার দুর্দান্ত সেঞ্চুরি করে অপরাজিত থেকে ১০৫ রানে ইনিংস ঘোষণা করেন। তার সঙ্গী ছিলেন মুতুসামি, যিনি অপরাজিত ছিলেন ৭০ রানে।
প্রথম দিনে প্রোটিয়াদের রান উৎসব শুরু করেন টনি ডি জর্জি (১৭৭) এবং ট্রিস্টান স্টাবস (১০৬)। দুজনই তাদের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন এবং বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন। ডি জর্জি ১৭৭ রানে আউট হলেও তার অসাধারণ ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে ৩৭৮ রান তুলতে সক্ষম হয়। দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের বোলাররা দক্ষিণ আফ্রিকার শক্ত ব্যাটিং লাইনআপের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি।
বাংলাদেশের পক্ষে টাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে কিছুটা সান্ত্বনা পেয়েছেন। তবে পেসার হাসান ও নাহিদ বল হাতে প্রত্যাশিত সাফল্য পাননি। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসটি ছিল এশিয়ায় তাদের অন্যতম বড় সংগ্রহ এবং এই ইনিংসে এসেছে ৩টি সেঞ্চুরি। চট্টগ্রাম স্টেডিয়ামে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন মুল্ডার ও মুতুসামি।
বাংলাদেশের সামনে এখন বিশাল রানের চাপ। প্রোটিয়াদের এই বড় সংগ্রহের জবাব কীভাবে দেয়, সেটাই এখন দেখার বিষয়।