রাষ্ট্রপতি ইস্যুতে আগের অবস্থানে থাকছে বিএনপি
ঢাকা, অক্টোবর ৩০: রাষ্ট্রপতির পদ নিয়ে সৃষ্ট বিতর্কে আগের অবস্থানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের নীতিনির্ধারণী বৈঠকে বলা হয়, দেশের স্বার্থে এবং গণতন্ত্রের উত্তরণে সাংবিধানিক সংকট বা শূন্যতা সৃষ্টি করার কোনো প্রয়াসে বিএনপি যেতে চায় না। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রনেতাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেন। নেতারা ৫ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে নতুন সংকট সৃষ্টি এড়ানোর তাগিদ দেন এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি না তোলার বিষয়ে সতর্ক থাকবেন বলে জানান। বৈঠকে কেউ কেউ সতর্ক করেন যে, সংবিধান বাতিলের মতো উদ্যোগে দেশে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটি মনে করে, রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ১০টি কমিশন গঠন করেছে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া উচিত। একই সঙ্গে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের দিকে নজর রাখা এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হওয়া গুরুত্বপূর্ণ।" দলীয় ফোরামে আলোচনার পর বিএনপি নিশ্চিত করেছে যে তারা রাষ্ট্রপতি ইস্যুতে সংবিধানের বাইরে যাবে না।
গত ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওসহ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন শুরু করলে বিএনপি তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। বিএনপির এমন অবস্থানে রাষ্ট্রপতি ইস্যুতে অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সংকট তৈরি করার চেষ্টা কিছুটা কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।