
ফ্রিল্যান্স ডিজাইনার (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিযোগ করেছেন, ‘মিডিয়ার ইনভেস্টর’ পরিচয়দানকারী রাসেল গাজী তার কাছ থেকে প্রায় ২০টি পোস্টার ও থাম্বনেইল ডিজাইনের কাজ করিয়ে দীর্ঘ দুই মাস ধরে কোনো পারিশ্রমিক পরিশোধ করছেন না। ডিজাইনারের দাবি, তিনি মোট প্রায় ২০ হাজার টাকা পাওনা রয়েছেন।
অভিযোগকারীর ভাষ্যমতে, রাসেল গাজী নিজেকে স্থানীয় মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও বিনিয়োগকারী হিসেবে পরিচয় দেন। তিনি আরও দাবি করেন যে—রাসেল গাজী শিল্পী কাজী শুভ ও এমকে জয়–এর বিভিন্ন কনটেন্টের পোস্টার ও থাম্বনেইলের জন্য তাকে কাজ দিয়েছেন। কিন্তু কাজ ডেলিভারি করার পর বারবার যোগাযোগ করেও তিনি নাকি কোনো অর্থ পাননি।
অভিযোগকারী জানান,
“কল দিলে ধরেন না, মেসেজ দিলে রিপ্লাই দেন না। আমি দুই মাস ধরে ঘুরছি। আমরা ডিজাইনাররা পেটের দায়ে কাজ করি—এই ধরনের প্রতারণা পুরো মার্কেটকে নষ্ট করে দিচ্ছে।”
[caption id="attachment_7899" align="alignnone" width="174"]
রাসেল গাজির সাথে কথোপকথন[/caption]
তিনি আরও অভিযোগ করেন—এ ধরনের মানুষের কারণে ডিজাইনারদের কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তিনি মিডিয়া–সংশ্লিষ্টদের উদ্দেশে রাসেল গাজীর বিরুদ্ধে সতর্ক হওয়ার আহ্বান জানান এবং অন্য ডিজাইনারদেরও তার সঙ্গে কাজ না করার অনুরোধ করেন।
তবে অভিযোগের বিষয়ে রাসেল গাজীর বক্তব্য জানা সম্ভব হয়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, কাজী শুভ বা এমকে জয়–এর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি—তারা রাসেল গাজীর সঙ্গে কী ধরনের যোগসূত্রে কাজ করেন এবং বিষয়টি সম্পর্কে অবগত কিনা, তা জানা যায়নি।
ডিজাইনারসহ অন্যান্য ফ্রিল্যান্সাররা মনে করছেন—অবৈধ বা প্রতারণামূলক পেমেন্ট আচরণ প্রতিরোধে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আরও পেশাদার চুক্তি ব্যবস্থার প্রয়োজন রয়েছে।