
রিপোর্ট: মো: রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,
উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্য ও খাবারের পসরা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ইসিপি (ECP) উদ্যোক্তা মেলার মাসিক বাজার। ২৯ সেপ্টেম্বর শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ১৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। বিকাল ৩টায় মেলা শুরু হতেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। মেলা প্রাঙ্গণে ছিল নানা রঙের ও স্বাদের সমাহার। উদ্যোক্তারা স্টল সাজান হাতে তৈরি বাহারি খাবার যেমন: বিভিন্ন ধরনের পিঠা, ফাস্ট ফুড, ঐতিহ্যবাহী মিষ্টান্ন, আচার এবং অন্যান্য খাদ্যসামগ্রী। পাশাপাশি প্রদর্শিত হয় হাতে তৈরি সৌন্দর্যবর্ধক সামগ্রী, ঘর সাজানোর উপকরণ, পোশাক ও বিভিন্ন কুটির শিল্পের পণ্য।
ইসিপি উদ্যোগের আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তাদের—বিশেষ করে নারী উদ্যোক্তাদের—তাদের পণ্যের বাজার তৈরি করে দেওয়া এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
দর্শনার্থীরা জানান, একই ছাদের নিচে এত রকমের পণ্য ও সুস্বাদু খাবার পাওয়ায় তারা খুশি। তারা নিয়মিত এই ধরনের মেলার আয়োজনের দাবিও জানান।