তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন, বাংলাদেশের জন্য ৫ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা
ঢাকা, অক্টোবর ৩০: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের ধারায় যোগ হয়েছে নতুন উদ্ভাবন ও প্রযুক্তিগত সেবা, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকার ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে বিশেষ জোর দেওয়া হচ্ছে ডিজিটাল অবকাঠামো, হাই-টেক পার্ক, ও দক্ষ মানবসম্পদ গঠনের ওপর।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ২৮টি হাই-টেক পার্ক নির্মাণ করছে। এসব পার্কে দেশি-বিদেশি প্রযুক্তি কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে, যা নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে।
সফটওয়্যার ও আইটি-সেবা রফতানি খাতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৬০টি দেশে সেবা প্রদান করছে। এর মধ্যে ফ্রিল্যান্সারদের অবদানও উল্লেখযোগ্য, যারা বছরে ১ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক আয় করছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, "বাংলাদেশ এখন আর শুধুমাত্র পোশাক খাতের ওপর নির্ভরশীল নয়; তথ্যপ্রযুক্তি খাতও বৈদেশিক আয়ের একটি প্রধান উৎস হয়ে উঠছে। ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতকে আরও সম্প্রসারণ ও উদ্ভাবনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য আমাদের।"
বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এবং ব্লকচেইনের মতো উন্নত প্রযুক্তির উপর জোর দিলে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত দ্রুত বৈশ্বিক মানের হয়ে উঠবে।