মামুন,বগুড়া প্রতিনিধিঃ
"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২'রা নভেম্বর (রবিবার) বেলা ১১ টার দিকে
জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা শাখার আয়োজনে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমবায় দল বগুড়া জেলা শাখার সভাপতি মার্জান আহাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম,শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সমবায় দল বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রব্বানী জাকি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি আলহাজ্ব ইব্রাহিম হোসেন,মাসুদ রানা, মাসুদুল হাসান টুকু, সাইফুল খান, শহরের সভাপতি রকিবুল হাসান রিয়ন, সেক্রেটারি কামরুজ্জামান সোহেল,পলাশ, ফারুক, এনামুল, সাব্বির, হিমেল, আলমগীর, সাজ্জাদ,মারুফ, ইনসান,সাজু সহ আরো অনেকে।