গত এক মাস ধরে মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ করার আলোচনা চলছিল। টাইগার ভক্তরাও চাইছিলেন তিনি জাতীয় দলের কোচিংয়ে আসুন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো মঙ্গলবার (৫ নভেম্বর)। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সালাউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেন এবং সিঙ্গাপুর দলের প্রধান কোচ হিসেবে আইসিসি বিশ্বকাপ লিগের চতুর্থ ডিভিশনে দলকে উন্নীত করেন।
এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা সালাউদ্দিন দেশের অন্যতম সফল কোচদের একজন। বিপিএলে একাধিকবার শিরোপা জেতার পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছেন।
জাতীয় দলের কোচ হিসেবে সালাউদ্দিনের নিয়োগ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “আমি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, যোগ্য দেশীয় কোচদের জন্য সর্বোচ্চ পর্যায়ে অবদান রাখার সুযোগ সৃষ্টি করবো। সালাউদ্দিনের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা তাকে এই পদে যোগ্য করে তুলেছে। এখন সময় এসেছে আরও অনেক বাংলাদেশি কোচকে সিস্টেমে অন্তর্ভুক্ত করার।”