মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস।
দেশটির দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ৭ কোটি ৮৬ লাখের বেশি ভোটার আগাম ভোট এবং ই-মেইলের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪১ শতাংশ নিবন্ধিত ডেমোক্র্যাট সমর্থক, আর ট্রাম্পের দলের সমর্থক রয়েছেন ৩৯ শতাংশ। বাকি ২০ শতাংশ অন্যান্য দলের নিবন্ধিত ভোটার।
এদিকে আলোচিত সুইং স্টেটগুলোতেও ভোটগ্রহণ শুরু হয়েছে। পেনসিলভানিয়ায় সর্বোচ্চ ৮৮ লাখ ৬০ হাজার নিবন্ধিত ভোটার রয়েছেন। নর্থ ক্যারোলাইনায় ভোটার সংখ্যা ৭৬ লাখ, আর জর্জিয়া ও মিশিগানে রয়েছে ৭২ লাখের বেশি ভোটার। সুইং স্টেটগুলোর মধ্যে নেভাদায় ভোটার সংখ্যা সবচেয়ে কম।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর পাঁচটায় ভারমন্টে প্রথম ভোটগ্রহণ শুরু হয়।
এই নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করবেন, যিনি আগামী চার বছর দেশটির অভ্যন্তরীণ নীতিসহ বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেন। সারা বিশ্বের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের দিকে।