মিরাজ হুসেন প্লাবন
লেবানন থেকে আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দুটি আলাদা ফ্লাইটে তাদের দেশে আনা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের সহায়তায় ৩২ জন এবং দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর অর্থায়নে ১৫১ জন প্রবাসীকে ফেরানো হয়েছে।
এ পর্যন্ত ৯টি ফ্লাইটে মোট ৫২১ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষিতে লেবাননের পরিস্থিতি অবনতির কারণে সেখানে থাকা অনেক বাংলাদেশি গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফিরছেন। এরই মধ্যে ইসরাইলি হামলায় লেবাননে একজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।