মিরাজ হুসেন প্লাবন.
আগামী তিন দিনে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি ও তাপমাত্রা পূর্বের মতোই থাকবে।
রোববার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথমার্ধে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।