মিরাজ হুসেন প্লাবন
ঢাকা থেকে নারায়ণগঞ্জ সড়কে বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটি জানায়, দাবি পূরণ না হলে অর্ধদিবস হরতাল পালন করা হবে।
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক, কেন্দ্রীয় বাস টার্মিনাল, ও কালীর বাজার ঘুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, "পাঁচ আগস্টের পর গডফাদাররা পালিয়েছে, তবে তাদের রেখে যাওয়া কিছু চাঁদাবাজ বাস মালিক এখনো পরিবহণ খাতকে জিম্মি করে রেখেছে।"
সংগঠনটির দাবি, সাধারণ বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৬৫ টাকা থেকে কমিয়ে ৫৫ টাকা করতে হবে। অন্যথায় ১৭ নভেম্বর নারায়ণগঞ্জে অর্ধদিবস হরতাল পালন করা হবে।
ঢাকা-নারায়ণগঞ্জ (১৭ কিলোমিটার) সড়কে প্রতিদিন ৬০ হাজার যাত্রী যাতায়াত করলেও বিআরটিএ ও প্রশাসন ভাড়া সমন্বয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না, ফলে যাত্রীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ৫৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।